মোদিকে ইলন মাস্কের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পোস্টে মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইলন মাস্ক।

পোস্টে মাস্ক বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে জানাই অভিনন্দন! আমরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।’

এর আগে গত বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইলন মাস্ক। সে সময় ভারতীয় কোম্পানি স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিংকের সঙ্গে মাস্কের টেসলা কোম্পানি শিগগিরই ভারতের বাজারে প্রবেশ করবে বলে জানিয়ে ছিলেন। এছাড়াও টেসলা কোম্পানির গাড়ি আমদানির শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি।

মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা