আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা খরচ লাফিয়ে বাড়ছে। দেশটির নেতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও ৬০ কোটি রুপি বাড়িয়ে তার নিরাপত্তায় ৬০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে নতুন বাজেটে।
শনিবার মোদির নিরাপত্তা ব্যয় বাড়িয়ে বাজেট ঘোষণা করেন বিজেপি সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এই সময় জানায়, গত বছরেই বাজেটে মোদির নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ-এসপিজি’র জন্য বরাদ্দ বাড়িয়ে ৪২০ কোটি রুপি থেকে ৫৪০ কোটি রুপি করা হয়েছিল।
বর্তমানে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এসপিজি নিরাপত্তা পান। মোদির নিরাপত্তায় মোতায়েন থাকে ৩০০০ সদস্যের এই বাহিনী।
গত বছরের নভেম্বরে গান্ধী পরিবারের তিন সদস্য- সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধীর এসপিজি নিরাপত্তা তুলে নেয় বিজেপি সরকার। এর আগে আগস্টে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিরাপত্তা থেকেও সরিয়ে নেওয়া হয় এসপিজি।
এমন সময় মোদির নিরাপত্তা ব্যয় বাড়ানো হলো, যখন দেশটির ত্রিপুরায় অভাব ও বেকারত্বের হতাশায় পাঁচ মাসে ৫৫৩ জন আত্মহত্যা করেছে বলে খবর দিয়েছে খোদ দেশটির সংবাদমাধ্যম।
আজকাল জানায়, বিরূপ অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে ত্রিপুরায়। গ্রাম মিলছে না কোনো ধরনের কাজ।
জানা গেছে, দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর ১৯৮৫ সালে এসপিজি গড়ে তোলা হয়। প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়াই ছিল এই বাহিনীর মূল দায়িত্ব। ১৯৯১ সালে রাজীব গান্ধী আত্মঘাতী হামলায় নিহত হওয়ার পর গান্ধী পরিবারকেও এ নিরাপত্তা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।