ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে দেশজুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার শুভানুধ্যায়ীরা। এবার সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রণৌতও। তবে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে বেছে নিয়েছেন এক ভিন্ন পথ।
ভারতীয় গণমাধ্যম জানায়, কঙ্গনা মোদির দীর্ঘায়ু কামনায় মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ আয়োজন করেন। একই সঙ্গে স্থানীয় বিজেপি শাখার উদ্যোগে হওয়া রক্তদান শিবিরে অংশ নিয়ে নিজেও রক্তদান করেন। এ সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
মোদির প্রতি শ্রদ্ধা জানিয়ে কঙ্গনা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে হোমযজ্ঞে অংশ নিয়েছি। পাশাপাশি রক্তদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রার্থনা করি তিনি যেন দীর্ঘায়ু ও সুস্থ থাকেন।”
তিনি আরও যোগ করেন, “ভারতমাতার প্রকৃত সন্তান ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদিজিকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রই উন্নত ভারতের স্বপ্ন পূরণের পথ।”
উল্লেখ্য, কঙ্গনার মোদিপ্রীতি নতুন কিছু নয়। সংসদ সদস্য হওয়ার আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি প্রকাশ্যে প্রশংসা করতেন। এজন্য নানা সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। শেষ পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।