আসন্ন ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সেই ছবিতে শ্রীলীলার সঙ্গে তার রসায়ন নিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এই ব্যস্ততার মধ্যেই মুম্বাইয়ের ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েভস)-এ উপস্থিত ছিলেন কার্তিক।
সাদা পাজামা ও পাঞ্জাবির উপরে জ্যাকেট, লম্বা চুল ও দাড়ি— এই বেশে উপস্থিত হন তিনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই জনসমক্ষে ক্ষমা চাইলেন তিনি।
সেই অনুষ্ঠানে কার্তিক বলেন, ‘প্রধানমন্ত্রীজি, আমি সত্যিই খুব দুঃখিত। আমার হৃদ্স্পন্দন বেড়ে গিয়েছে। এই প্রথম আপনার সামনে আমি কোনও কথা বলব। আমি চেষ্টা করব, আপনার সামনে সংযত থাকতে।’
এরপরেই ঘাবড়ে গিয়ে কার্তিক আর বলেন, ‘যদি আমি কোনও ভুল করে ফেলি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ওয়েভস-এর চারটি স্তম্ভ— সৃজনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও অন্তর্ভুক্তি।’
উল্লেখ্য, ‘ভুলভুলাইয়া ৩’-এর সাফল্যের পরে কার্তিক ব্যস্ত অনুরাগ বসুর ছবি নিয়ে। এই ছবির জন্য গ্যাংটকেও কিছুদিন শুটিং করেছেন অভিনেতা। ছবির নাম এখনও স্থির হয়নি। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রীকে শ্রীলীলাকে। ২০২৬ সালে এই ছবি মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।