মোদি-ট্রাম্পের বৈঠকের পরও ভারতীয়দের হাত-পা বেঁধে দেশে ফেরত

জুমবাংলা ডেস্ক :  নিজেদের সামরিক উড়োজাহাজে হাত-পা বেঁধে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পরও অবৈধবাসীদের এভাবে ফেরত পাঠাল দেশটি। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জনকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ওই সময়ও শিকলে তাদের হাত-পা বাঁধা ছিল।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি-১৭ উড়োজাহাজটি অবতরণ করে।

অভিবাসীদের মধ্যে একজন পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার বাসিন্দা দলজিৎ সিং জানিয়েছেন, ভারতে ফেরার সময় তাদের হাতকড়া পরানো হয়েছিল এবং পা শিকল দিয়ে বাধা ছিল। তিনি বলেন, আমাদের পা শিকল দিয়ে বাধা ছিল এবং হাতও শিকল দিয়ে বাধা ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে তিনি অবৈধ এবং বিপজ্জনক পথ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তার স্ত্রী কমলপ্রীত কৌর জানান, একজন ট্র্যাভেল এজেন্ট তার স্বামীকে প্রতারণা করেছেন। এজেন্ট সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরিবর্তে তাকে বিভিন্ন স্থানে নিয়ে যান।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্র যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন হোয়াইট হাউসে।