বিনোদন ডেস্ক : কুম্ভ মেলা শুরুর দিনকয়েকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তরুণী। তাঁর সৌন্দর্য নিয়েও সমাজমাধ্যমে বিপুল আলোচনা চলে। এক সময়ে মেলার মাঝেই, মেলা ছেড়ে চলে যান তিনি।
কে ওই তরুণী? ইন্দোরের বাসিন্দা মোনালিসা ভোসলে। কুম্ভে ঘুরে ঘুরে তিনি পুঁথি, মুক্তোর মালা বিক্রি করছিলেন। প্রথমের দিকে আচমকা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, ওই তরুণী আচমকা ভিডিও, ভিড়ে রীতিমতো বিরক্ত। তবুও, সোশ্যালমিডিয়ার যুগে একপ্রকার ‘সেলিব্রিটি’ হয়ে যায় সে। তার চারপাশে আচমকা ভিড় দেখে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানারূপ মন্তব্য করেছিলেন। শেষমেশ, মেলার মাঝখানেই ছেড়ে চলে যেতে হয় তাঁকে। যাওয়ার সময় বলে যান, ‘আমি পরিবারের সঙ্গে ইন্দোরে ফেরত যাচ্ছি নিজেকে সুরক্ষিত করার জন্য। তবে যদি সম্ভব হয় তাহলে পরবর্তী কুম্ভমেলায় ফের আমি ফিরে আসব।‘
উল্লুর নতুন সাহসী ওয়েব সিরিজ ‘Walkman Part 3’ – দেখার আগে ভাবুন!
তারপরেই মোনালিসাকে নিয়ে জানা গিয়েছে এক তথ্য। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মেলা থেকে ফিরে আসার পর তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে আরও। ১০ দিনে ১০কোটি টাকার মালা বিক্রি করেছেন তিনি। যদিও এই গুজবের পাল্টা প্রশ্ন করেছেন মোনালিসা। জিজ্ঞাসা করেছেন, তিনি যদি এই পরিমাণ টাকা রোজগার করেছেন, তাহলে তিনি এই জীবন যাপন কেনই বা করছেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।