Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ড প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা বলছিলেন গীতা। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে একজোড়া সাপের ওপর বসে পড়েন তিনি। বসতে না বসতেই তাকে কামড় দেয় সাপ দুটি। বুধবার (১১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১১ সেপ্টেম্বর) গীতার ঘরে দুটি সাপ ঢুকে তার বিছানায় আশ্রয় নেয়। বিছানায় একটি ছাপা চাদর বিছানো ছিল।
মোবাইলে কথা বলতে বলতে গীতা ঘরে ঢুকে সাপ দুটিকে খেয়াল না করে বিছানায় বসে পড়েন। সঙ্গে সঙ্গেই সাপগুলো তাকে কামড় দেয়। সাথে সাথেই জ্ঞান হারান তিনি।
এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে তার ঘরে গিয়ে বিছানায় সাপ দুটোকে দেখতে পান। তখন ক্ষুব্ধ প্রতিবেশীরা পিটিয়ে সাপ দুটোকে মেরে ফেলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।