মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মার ওপর অভিমান করে প্লাবন মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মাগুরা কলেক্টরেট কলেজিয়েট স্কুলের ১০ শ্রেণির ছাত্র প্লাবন উপজেলার কাটাখালী গ্রামের রুপেন মন্ডলের ছেলে।
প্রতিবেশী সাধন বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে প্লাবন তার বাবাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। চট্টগ্রামে একটি পরিবহন কোম্পনিতে চাকরিরত তার বাবা কোনভাবেই তাতে রাজি হননি। অবশেষে বিষয়টি নিয়ে সোমবার বিকেলে মার সঙ্গে কথা কাটাকাটি হয় প্লাবনের। পরে সন্ধ্যায় পাশের গ্রাম চরপাড়ার খাল পাড়ে জাম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে এলাকাবাসি তার মরদেহ উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সদরের কাটাখালীর গ্রামে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।