স্পোর্টস ডেস্ক: মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান করে বীরের মর্যাদা পাচ্ছেন আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।
ভারতের উত্তরপ্রদেশের ড্যাংরোল গ্রামে দীর্ঘ দিন ধরে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল ছিল। যে কারণে লকডাউনে গ্রামের বাড়িতে এসে বিপদে পড়েন এই আম্পায়ার। ফোন এলেই গাছে চড়তে হতো তাকে!
ভারতের সোশ্যাল মিডিয়ায় অনিল চৌধুরীর এই গাছে চড়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, গাছে চড়ে ফোনে কথা বলেছেন অনিল।
ভাইরাল সেই ছবি একটি টেলিকম সংস্থার নজরে আসে। সংস্থাটি অনিলের গ্রামে একটা নেটওয়ার্ক টাওয়ার বসিয়েছে ইতিমধ্যে।
আর ড্যাংরোলে গ্রামের নেটওয়ার্ক সমস্যাও মিটেছে। এখন করোনা পরিস্থিতিতে সশরীরে জরুরি সভায় উপস্থিত থাকতে দিল্লির ট্রেন ধরতে হয় না অনিল চৌধুরীকে।
সবচেয়ে বড় কথা গ্রামবাসীরও ফোনে কথা বলতে গাছের ডালে চড়তে হচ্ছে না।
সংবাদ মাধ্যম এবিপি আনন্দকে অনিল চৌধুরী বলেছেন, ‘ওই টাওয়ার বসানোয় আমরা খুবই খুশি। আমার গ্রামের বাসিন্দারা এখন নিবিঘ্নে ফোনে কথা বলতে পারবে। এই গ্রামে একজন অধ্যাপক থাকেন। যিনি এখন করোনাকালে অনলাইন ক্লাস নিতে পারছেন। ছাত্ররাও পড়াশোনা চালিয়ে নিতে পারছে। এখন অনলাইন ক্লাসে যোগ দিয়েছে। আমার একার নয় এটা যে গামবাসীর কত বড় উপকার হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
করোনা সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজে অনিল চৌধুরীর আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলানোর কথা ছিল। সেই সিরিজ বাতিল হয়ে যায়। এই অবসরে অনিল উত্তরপ্রদেশে নিজের গ্রাম ড্যাংরোলে গিয়েছিলেন অনিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।