স্যমসাং আরো একবার মুগ্ধ করার মত বিপণন কৌশল বিশ্বকে দেখালো। কোম্পানির ইচ্ছা অনুযায়ী নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S23 আল্ট্রা দিয়ে ফিল্ম শ্যুট করার প্রজেক্ট পরিচালনা করা হয়। এ প্রজেক্ট এর দায়িত্ব পালন করেন জনপ্রিয় ডিরেক্টর রিডলি স্কট। স্যমসাং এর মোবাইল দিয়ে সফলভাবে একটি অ্যাকশন ফিল্ম তৈরি করা সম্ভব হয়।
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের ক্যামেরা সেকশন বেশ শক্তিশালী। এ মোবাইলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স ইন্সটল করা রয়েছে। পাশাপাশি এইচডিআর টেকনোলজি, এইটকে রেজুলেশন, পাওয়ারফুল ভিডিও ক্যামেরা সবকিছু এখন ব্যবহারকারীর হাতের মুঠোয় থাকবে।
এটি প্রথমবার নয় যে একটি সেলুলার কোম্পানি তার স্মার্টফোন বাজারজাত করার জন্য বিখ্যাত পরিচালক এবং সিনেমাটোগ্রাফারদের ব্যবহার করছে। সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি আইফোন 13 প্রোতে একটি শর্ট ফিল্ম শ্যুট করেছেন, এবং গ্রেগ ফ্রেজার শর্ট ফিল্ম শ্যুট করার জন্য iPhone 13 প্রো ব্যবহার করেছেন।
এবার স্যামসাং-এর ফ্ল্যাগশিপ, গ্যালাক্সি S23 আল্ট্রা-তে সম্পূর্ণরূপে একটি অ্যাকশন শর্ট ফিল্ম তৈরি করার জন্য শীর্ষস্থানীয় অ্যাকশন ডিরেক্টর রিডলি স্কট ও সিনেমাটোগ্রাফার ফ্ল্যাভিও লাবিয়ানোকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
সম্ভবত স্যামসাং এবার অ্যাপলের মত একই কৌশল হাতে নিয়েছে। ডিরেক্টর স্কট বলেন যে, আমি প্রথমে কনফিউশনে ছিলাম যে স্মার্টফোন দিয়ে পুরো একটি একশন ফিল্ম তৈরি করা সম্ভব হবে কিনা। কিন্তু মোবাইলের এত বিকল্প অপশন দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম। স্মার্টফোনটির সেটিং অপশনে অনেক বৈচিত্রতা রয়েছে এবং এটি আমাকে আনন্দ দিয়েছে।
স্যামসাং এর নতুন স্মার্টফোন দিয়ে পুরো একটি ’হরর ফিল্ম’ শ্যুট করেন ডিরেক্টর হং জিন। তিনি বলেন যে, স্মার্টফোন দিয়ে চিত্র ধারণ করা প্রথমে আমার কাছে সহজ মনে হয়েছে। প্রথাগত পদ্ধতিতে আমরা যেভাবে চিন্তা করতাম এখন একটু ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে।
তবে অন্ধকার পরিবেশে বিভিন্ন অবজেক্টের ছবি খুব ভালোভাবে নেওয়া সম্ভব হয়েছে স্যামসাং এর এইচডিআর ফিচারের কারণে। পুরো প্রজেক্টে কাজ করা আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। সম্ভবত মোবাইল ফিল্ম-মেকিং এর ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হলো স্যামসাংয়ের এসব প্রজেক্ট এর মাধ্যমে। ভবিষ্যতে হয়তো ফিল্মের বড় বড় প্রজেক্ট স্মার্টফোন দিয়ে তৈরি করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।