জুমবাংলা ডেস্ক : ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ শনিবার আমার দেশ পত্রিকার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
আমার দেশের পক্ষ থেকে জানানো হয়, ‘কারওয়ান বাজার থেকে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে আমার দেশ পত্রিকার কারওয়ান বাজার অফিসের ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।’
ফেসবুকে আরও জানানো হয়, ‘আমার দেশ অফিসের যোগাযোগের নম্বর: 09666747400। ঠিকানা: ৮ম তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা।’
এ বিষয়ে আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি সংবাদমাধ্যমেকে বলেন, সম্পাদকের মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার ঘটনাটি সঠিক।
রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।