বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বর্তমানে মোবাইল ফোন আমাদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার সঙ্গে এতটাই জড়িত যে তা হারালে শুধু একটি ডিভাইস হারায় না- হারিয়ে যায় ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য, ছবি, পরিচয়, এমনকি আমাদের আইনি নিরাপত্তাও। অথচ অনেকেই মোবাইল হারিয়ে শুধু একটি জিডি (সাধারণ ডায়েরি) করেই দায়মুক্ত হন বলে মনে করেন। এই ধারণা ভুল ও বিপজ্জনক- এমনই মত দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রযুক্তি বিশ্লেষকরা।
জাহাঙ্গীর আলম নামের একজন পুলিশ কর্মকর্তা জানান,মোবাইল হারানোর পর প্রথম কাজটি হওয়া উচিত সিম কার্ডটি লক করা। মোবাইলের মধ্যে থাকা সিম কার্ড যদি খোলা থাকে, তবে সেটি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানো হতে পারে। যেমন:
– কাউকে হুমকি দেওয়া
– অর্থ লেনদেন বা প্রতারণা
– সামাজিক মাধ্যমে অপব্যবহার
যেহেতু সিমটি আপনার নামে নিবন্ধিত, তাই এসব কাজ হলে আইনি জটিলতায় পড়তে পারেন আপনি নিজেই। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন প্রথমেই আপনাকেই খুঁজবে। তাই মোবাইল হারানোর পর দ্রুত নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে আপনার সিম কার্ড লক করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
যদি আপনার সিম বাংলালিংক, গ্রামীণফোন, রবি বা এয়ারটেল হয়, তবে তাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে যান। গিয়ে বলুন, আপনার মোবাইল হারিয়ে গেছে এবং সিমটি লক করতে চান। কর্তৃপক্ষ যাচাই করে আপনার সিম ব্লক করে দেবে, যাতে কেউ তা ব্যবহার করতে না পারে।
সিম লক করার পর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে মোবাইল হারানোর তারিখ, স্থান, মডেল নম্বর এবং সিম নম্বর লিখুন। বর্তমান ডিজিটাল বাংলাদেশে জিডি অনলাইনেও করা যায়। “অনলাইন জিডি” অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল থেকেই জিডি করতে পারবেন, অথবা স্থানীয় কোনো কম্পিউটার দোকান থেকেও সহায়তা নিতে পারেন।
জিডি করার পর আপনি একটি কপি পাবেন। কপিটির নিচে থাকবে তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর। সেই কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তদন্তের অগ্রগতি ও ফোন উদ্ধারে এটি সাহায্য করে।
অনেকেই শুধু জিডি করেই নিশ্চিন্ত হয়ে পড়েন এবং পুলিশকে দোষারোপ করেন যে তারা মোবাইল উদ্ধার করতে পারেনি। অথচ, তদন্তে বাদী ও তদন্তকারী কর্মকর্তার মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা দরকার। আপনি যদি সচেষ্ট থাকেন, তাহলে পুলিশও ততটা তৎপর হয়।
মোবাইল হারানোর পর প্রথমে সিম লক করুন, এরপর জিডি করুন। এই দুটি ধাপ আপনাকে ভবিষ্যতের বড় ধরনের আইনি ঝামেলা থেকে বাঁচাতে পারে। শুধু ফোন হারানোর দুঃখ নয়, অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ভার যেন আপনার ঘাড়ে না আসে—সেই সচেতনতাই হোক সবার প্রথম পদক্ষেপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।