স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএল খেলছেন মোস্তাফিজুর রহমান। তবে পুরো আসরে তাকে পাচ্ছে না তার দল চেন্নাই সুপার কিংস। প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হলেও পরে সেটি একদিন বাড়িয়ে ১ মে করা হয়। এরপরই দেশে ফিরবেন তিনি।
আজ শুক্রবার লখনৌ সুপার জায়ন্টসের বিপক্ষে খেলবে মোস্তাফিজের চেন্নাই। এরপর আরও ৩ ম্যাচে খেলার সুযোগ থাকছে বাঁহাতি এই পেসারের সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা, আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলানো হবে মোস্তাফিজকে।
কয়েকদিন আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছিলেন, আইপিএল খেলে মোস্তাফিজের আর শেখার কিছু নেই। সেই মন্তব্যের সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘বাংলাদেশ তো বলছে, এখানে খেলে কোন লাভ-টাভ হচ্ছে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, সেজন্য ফিরিয়ে নিচ্ছে। নাও ফিরিয়ে। বাংলাদেশ এমনটা আগেও অনেকবার করেছে। আমি বলবো, এটা করো না। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। ভারতের খেলোয়াড়রাও তো যাবে।’
মোস্তাফিজ চলে গেলে চেন্নাইয়ের একটু ক্ষতিই হবে বলেও মন্তব্য করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ। বাংলাদেশকে এমন সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়ে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যে ভালো করছে তাকে ভালো করতে দাও। সামনে আইপিএলের মেগা নিলাম। মোস্তাফিজের অনেক অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে না।’
গত পরশু জালাল ইউনুস বলেছিলেন, ‘(মোস্তাফিজ) আইপিএল খেললে কোন দিক দিয়ে ভালো হতো? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং মোস্তাফিজের কাছ থেকে আইপিএলের অন্য ক্রিকেটাররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের ফায়দা হবে।’
আইপিএলে খেলার ক্লান্তি সম্পর্কেও একটা ব্যাখ্যা দেন জালাল ইউনুস, ‘আপনাদের মনে হতে পারে আইপিএল শুধু ৪ ওভারেরই খেলা। কিন্তু এটা কি জানেন, কত ধকল নিতে হয়? রাতেও তাদের ভ্রমণ করতে হয়। খেলা শেষে রাত ১টায়ও বিমান ভ্রমণ করতে হয়। এটা অনেক কষ্টকর। মোস্তাফিজের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে আমাদের চিন্তা আছে। সেখানে তারা (চেন্নাই) চাইবে, মুস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই, আমাদের আছে।’
চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে শুরুর ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। আরসিবির বিপক্ষে সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। দীর্ঘদিন সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ ছিল তার দখলে। এখনো ৪ ম্যাচ খেলতে পারবেন এই বাঁহাতি পেসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।