বিনোদন ডেস্ক : স্পেনের পূর্ব উপকূলের কাছে ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ ইবিজা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের টানে বিলাসবহুল এই দ্বীপে সারা বছরই লেগে থাকে পর্যটকের আনাগোনা। স্বামী আন্দ্রেই কসচিভের সঙ্গে সেই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরন। সেই দ্বীপে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে। তার পরই ভাইরাল হয়েছে ওই দ্বীপে শ্রিয়ার নাচের একটি বিশেষ মুহূর্ত।
স্বামীর সঙ্গে সময় কাটানোর ছবির পাশাপাশি শ্রিয়া পোস্ট করেছেন নিজের নাচের একটি ভিডিও। সেই ভিডিওতে দ্বীপের মধ্যে গোলাপি রঙের স্বচ্ছ পোশাকে দেখা যাচ্ছে শ্রিয়াকে। আর তাঁর পিছনে ভূমধ্যসাগরের বিশাল জলরাশি। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাস্যময়ী ভঙ্গিতে নাচ করছেন ‘দৃশ্যম’ ছবির অভিনেত্রী। তাঁর স্বামী সেই নাচের ভিডিও ধারণ করছেন।
এই ভিডিও বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন শ্রিয়া। সঙ্গে লিখেছেন, ‘ইবিজাতে কাটানো সময়। ওই দ্বীপে কাটানো সময়টা মিস করছি।’ তার পরই ভাইরাল হয়েছে সেটি। ইতোমধ্যেই প্রায় দু’লক্ষেরও বেশি ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।