লাল বলে ফিরেছেন মোহাম্মদ আমির, কবে খেলবেন টেস্ট

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বাঁহাতি তারকা পেসার মোহাম্মদ আমির প্রায় আড়াই বছর আগে সাদা পোশাকের টেস্ট ক্রিকেট থেকে আকস্মিক অবসর নিয়েছিলেন। তবে চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ দিয়ে লঙ্গার ভার্শনে ফিরেছেন ৩০ বছর বয়সী এ পেসার।

ফাইল ছবি

এবারের কাউন্টিতে গ্লুস্টারশায়ারের হয়ে খেলছেন তিনি। প্রথম ম্যাচে ২৮ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন আমির। তবে বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনই ২১ ওভার বোলিং করে তুলে নিয়েছেন ৩টি উইকেট।

বয়স মাত্র ৩০, সাদা বলের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার পারফরম্যান্স প্রশ্নাতীত। তাই স্বাভাবিকভাবেই এখন সবার মনে প্রশ্ন জাগে, অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন কি আমির? যদি ফেরেন তবে সেটি কবে?

এর উত্তরে আমির বলেছেন, ‘টেস্টে ফেরার বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। কেউই আসলে জানে না এবং যেকোনো সময় যেকোনো কিছু বদলে যেতে পারে। তবে আপাতত আমি গ্লুস্টারশায়ারের হয়ে খেলা উপভোগ করছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি প্রায় তিন বছর পর (লাল বলে) খেলছি, ফাস্ট বোলারের জন্য এটি সহজ নয়। গত ৪ বছরে আমি কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলিনি। তবে প্রথম ম্যাচের পর আমি ভালো অনুভব করছি। বোলার হিসেবে আমার দায়িত্ব ভালো বল করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া। সেটিই চেষ্টা করছি।’

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেটের নানান ইস্যুতে অতিষ্ট হয়ে মাত্র ২৮ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমির। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ২০২০ সালের আগস্টে। বর্তমানে বিশ্বব্যাপী নানান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন এ প্রতিভাবান পেসার।