২০২৬ অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক’ ভিসা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তা করার জন্য এই অতিরিক্ত ভিসা অনুমোদন দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে এ খবর জানানো হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতি বছর দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসা প্রায় দ্বিগুণ হবে। নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি–ফুড প্রক্রিয়াজাতকরণসহ শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে সবচেয়ে বেশি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে আবার ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছেন এবং বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেছেন। তবে শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায়, তার আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ–২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।
মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভিসার দাবি করে আসছেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট দিন দিন প্রকট আকার ধারণ করেছে।
অন্যদিকে, অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, এই ভিসাগুলো মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানিয়েছে, অতিরিক্ত এইচ–২বি ভিসা কার্যকর করার অস্থায়ী নিয়ম আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


