বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পেটেন্টের তথ্যানুযায়ী সবসময় পণ্য বাজারজাত না করা হলেও এটি গ্রাহকদের চমকপ্রদ তথ্য দেয়। ম্যাকবুকের জন্য অ্যাপলের নতুন একটি পেটেন্টে এমনই তথ্য পাওয়া গেছে। নতুন ম্যাকবুকটি কি-বোর্ডের মধ্যেই অবস্থান করবে। খবর টেকরাডার।
৯টু৫ম্যাক সূত্রে পেটেন্টলি অ্যাপল প্রথম ম্যাকবুকের পেটেন্টসংক্রান্ত তথ্য জানতে পারে। সেখানে কম্পিউটার ইন অ্যান ইনপুট ডিভাইস টাইটেলে এটি লিপিবদ্ধ হয়েছে। পারতপক্ষে প্রসেসর, মেমোরি, স্টোরেজসহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি-বোর্ডের মধ্যেই থাকবে।
ব্যবহারকারীরা যেন ঘরে, বাইরে, অফিসে বা যেকোনো জায়গায় কম্পিউটিংয়ের প্রয়োজন হলে কি-বোর্ডটি বহন করতে পারে, সে লক্ষ্যে এটি তৈরির কথা ভাবা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এটি বের করে ব্যবহার করা যাবে। এটি ম্যাক মিনির কি-বোর্ড সংস্করণ। কি-বোর্ডের ভেতর সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থাপন করার অর্থ হচ্ছে এর সামগ্রিক পারফরম্যান্স, ইন্টারনাল স্টোরেজসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা কম থাকবে। তবে নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রমের জন্য এটি ভালো সহায়ক।
পেটেন্টের তথ্যানুযায়ী, কম্পিউটারের ভেতরে উত্পন্ন তাপ নিরোধক উপাদান ব্যবহার করে কি-বোর্ডটি তৈরি করা হতে পারে। ডিভাইসটিতে উন্নত তাপ নিরোধক প্রযুক্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পেটেন্টে কি-বোর্ডে একটি ট্র্যাকপ্যাড থাকার কথাও উল্লেখ করা হয়েছে। তবে উল্লেখিত তথ্যানুযায়ী, অ্যাপল কোনো ম্যাকবুক বাজারজাত করবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অ্যাপলের ম্যাকবুক পেটেন্টের আগে সিনক্লেয়ার জিএক্স স্পেক্ট্রাম অথবা কমোডোর ৬৪ ডিভাইস যাদের সংগ্রহে ছিল, তারা এ ধরনের ডিজাইনের বিষয়ে অবগত ছিল। বর্তমান সময়ের অন্যতম চমক হলো এখন কি-বোর্ড আরো সরু ও আকর্ষণীয়ভাবে তৈরি করা যায়।
বহনের সুবিধার জন্য ব্যবহারকারীকে বর্তমানে ব্যাগে ল্যাপটপ রাখার পরিবর্তে কি-বোর্ড রাখার জায়গা তৈরি করতে হবে। তবে এ ডিভাইসে প্রিবিল্ট কোনো ডিসপ্লে না থাকায় আলাদা মনিটর বা টিভির সন্ধান করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।