স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অত্যন্ত খারাপ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে লিগের পয়েন্ট তালিকার তলানিতে পাঞ্জাব, আর তার অন্যতম কারণ হিসেবে অনেকেই দোষছেন ম্যাক্সওয়েলের অফ ফর্মকে।

ব্যাট হাতে ছয় ইনিংসে মাত্র ৪৮ রান করেছেন ম্যাক্সওয়েল, যেখানে স্ট্রাইক রেট লজ্জাজনক ৮৫.৭১ এ রয়েছে। পাশাপাশি বল হাতেও প্রচুর রান দিয়ে ফেলছেন ম্যাক্সি। মাত্র একটি উইকেট নিয়েছেন ৯.২৯ ইকোনমি রেটে।
এমতাবস্থায় ম্যাক্সওয়েলের ওপর বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেট দল ও কিংস ইলেভেন পাঞ্জাবের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। এমন ব্যর্থতাপূর্ণ পারফরম্যান্সের পরেও আইপিএল নিলামে ম্যাক্সওয়েলকে নিয়ে কাড়াকাড়ির কোনো ব্যাখ্যা খুঁজে পান না শেবাগ।
ক্রিকবাজের সঙ্গে আলাপে ম্যাক্সওয়েলের বিষয়ে শেবাগ বলেন, আমি জানি না কেমন মঞ্চ পেলে ম্যাক্সওয়েল আগুন ঝরাবে। হায়দরাবাদের বিপক্ষে সে অনেক আগে নেমেছে, অনেক ওভার বাকি ছিলো কিন্তু পারেনি। এর আগের ম্যাচগুলোতে স্লগ ওভারে নেমেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরো বলেন, আমি আসলে তার মাইন্ডসেটই বুঝতে পারি না। প্রতি বছর ঠিক একই ঘটনা দেখা যায়। নিলামে দাম থাকে চড়া কিন্তু খেলার মাঠে পারফরম্যান্স একই। তবু ফ্র্যাঞ্চাইজিগুলো তার পেছনে দৌড়ায়। এর কারণটাই আমি বুঝি না। পরের নিলামে তার দাম ১০ কোটির বদলে ১-২ কোটি হয়ে যাওয়া উচিৎ। কারণ এটা মাথায় রাখা উচিৎ, তার সবশেষ ফিফটি ২০১৬ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



