স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে লংকানদের নাকানিচুবানি খাইয়ে বড় জয় পেয়েছে স্কাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় লংকানরা। এদির অস্ট্রেলিয়ার হয়ে ১০০ রানে অপরাজিত ছিলেন ডেভিড ওয়ার্নার। ৩৩তম জন্মদিনে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০০ ডলার পান ওয়ার্নার। কিন্তু ম্যাচ সেরার পুরো অর্থই তিনি জাইদি’স রেইনবো ফাউন্ডেশনে দান করে দিয়েছেন।
২০০৪ সালের ২২ ডিসেম্বর জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭ বছর ২২ দিন বয়সী জাইদি। তার স্মরণে তার মা-বাবা একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জাইদি’স রেইনবো ফাউন্ডেশলন নামের সেই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসার্থে গরিব-দুস্থদের নানাভাবে সহায়তা চালিয়ে যাচ্ছে। এবার জন্মদিনে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়ে ওয়ার্নার তার সেবামূলক এই কাজের জন্যও প্রশংসায় ভাসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


