স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে ৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে পারে টাইগারা।
পরে বাংলাদেশি বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধরাশায়ী হয়ে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।
এ জয়ের নায়ক পেসার তাসকিন আহমেদ। ২৫ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন এ পেসার। হাসান পেয়েছেন ১৫ রান দিয়ে দুটি।
তবে তাসকিনের দুবারের জোড়া আঘাতেই বিধ্বস্ত হয়েছে ডাচরা।
কারণ প্রথম ওভারে প্রথম দুই বলেই ওপেনার বিক্রমজিত সিং ও ওয়ানডাউনে নামা বাস ডি লিডাকে সাজঘরে ফেরান তাসকিন। দুই টপঅর্ডারকে রানের খাতাই খুলতে দেননি তাসকিন।
১৭ তম ওভারে এসে তাসকিন সাজঘরে ফিরিয়ে দেন দলের একমাত্র ভরসা কলিন একারম্যানকে। ৬২ রানের ফেরেন একারম্যান।
তার আগে দ্বিতীয় বলে থার্ডম্যানে শারিজ আহমাদকে হাসান মাহমুদের ক্যাচে পরিণত করেন তাসকিন। শারিজের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৯ রান।
এমন পারফরম্যান্স দেখিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন তাসকিন আহমেদ।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তাসকিন বললেন, ‘এটা আমাদের জন্য দুর্দান্ত একটি জয়। এ জয় আমাদের দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি। আজ দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি আমি। (প্রথম দুই বলে) আমি আমার মৌলিক বিষয়গুলো ঠিক রেখেছিলাম। প্রথম ইনিংসে (আমাদের ব্যাটিংয়ে) উইকেটে বলের মুভমেন্ট দেখেছিলাম। তাই আমি লাইনলেন্থ বজায় রেখে বোলিং করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।