স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলা সাবেক সতীর্থ জ্বলাতান ইব্রাহিমোভিচের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির (এলএ গ্যালাক্সি) মিডফিল্ডার জোয়াও পেদ্রো।
২০১৮’র মেজর লিগ সকারে শেষ ম্যাচে হারের পর সুইডিশ মহাতারকা নাকি রীতিমতো খুনের হুমকি দিয়েছিলেন এলএ গ্যালাক্সি সতীর্থদের।
ঠিক কী বলেছিলেন ‘চির-বিতর্কিত’ ইব্রাহিমোভিচ? পেদ্রোর কথায়, খেলা শেষ হওয়ার পরে ও (ইব্রা) রীতিমতো গলা চড়িয়ে আমাদের কিছু বাজে কথা শুনিয়েছিল।
পেদ্রোর দাবি, সুইডিশ তারকা সে দিন বলেছিলেন, আমাকে শুধু বলো যে, তোমরা এখানে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর জন্য এসেছ নাকি হলিউড দেখতে এসেছ? মনে রাখবে, আমার ব্যাঙ্কে ৩০০ মিলিয়ন ডলার রয়েছে। একটা আস্ত দ্বীপের মালিক আমি। তাই তোমাদের মতো ও সবের আমার দরকার পড়ে না। আর তোমাদের মধ্যে প্রথম যে ‘হ্যাঁ’ বলবে তাকে আমি খুন করে ফেলব।
কী হয়েছিল সেই ম্যাচে? পেদ্রো জানান, ২-০তে এগিয়ে থেকেও হিউস্টন ডায়নামোর কাছে ম্যাচটা হেরে গিয়েছিল তাদের ক্লাব। সেটাই ছিল লিগের শেষ ম্যাচ। তাও আবার এলএ গ্যালাক্সির ঘরের মাঠে। সে বার ইব্রাদের ক্লাব সমর্থকদের হতাশ করে লিগ শেষ করে ত্রয়োদশ স্থানে থেকে। যেটা মেনে নিতে পারেননি সুইডিশ মহাতারকা। যার জন্য শেষ ম্যাচের পরে সতীর্থদের উপরে ক্ষোভে ফেটে পড়েন।
প্রসঙ্গত, সুইডিশ তারকা ইব্রা এখন খেলছেন ইতালির ক্লাব এসি মিলানে। মেজর লিগ সকারে দুই মৌসুম খেলে মোট ৫২টি গোল করেন তিনি। আর এদিকে পেদ্রোকে ধার-এ নিয়েছে পর্তুগালের ক্লাব তোনদেলা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.