
স্পোর্টস ডেস্ক: ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। রবিবার (১৬ আগস্ট) রাতে জার্মানির কোলনে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জয় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি।
সেমির আরেক ম্যাচে সোমবার (১৭ আগস্ট) লড়বে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। জয়ী দলের বিপক্ষে শুক্রবার (২১ আগস্ট) ফাইনালে নামবে সেভিয়া। ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার আরও একবার ফাইনালে খেলবে তারা।
সময়টা আসলে ভাল যাচ্ছে না ম্যানইউর। ইংলিশ জায়ান্টরা একের পর এক ব্যর্থ। ওলে গার্নার শোল্কজায়ারের দল এ মৌসুমে লিগ কাপ ও এফএ কাপের পর ইউরোপা লিগেও বিদায় নিল সেমিফাইনাল থেকে!
তবে রবিবার খেলার শুরুতে নবম মিনিটে স্পট কিকে ফের্নান্দেস এগিয়ে দেন ম্যানইউকে। কিন্তু ২৬তম মিনিটে সেভিয়াকে ম্যাচে ফেরান সুসো (১-১)। এরপর গোল মিসের মহড়া দিয়ে সমর্থকদের হতাশ করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সুযোগে ৭৮তম মিনিটে উল্টো গোল খায় তারা। হেসুস নাভাসের ক্রসে নিশানা খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড ডি ইয়ং।
এরপর নির্ধারিত সময় শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া। এ নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল সেভিয়া। আগের পাঁচবারই শিরোপা জিতেছিল তারা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



