ম্যানচেস্টারে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের প্রথম দিনটা হলো রোমাঞ্চ, লড়াই ও দুশ্চিন্তার মিশেলে এক নাটকীয় অধ্যায়। দারুণ দুই হাফ-সেঞ্চুরি পেলেও দিনের শেষ ভাগে বড় ধাক্কা খেল ভারত। ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত।
টস জিতে চতুর্থবারের মতো প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
একাদশে একমাত্র পরিবর্তন হিসেবে দলে আসেন স্পিনার লিয়াম ডসন। ভারতীয় দলে ছিল তিনটি পরিবর্তন। প্রথমবারের মতো টেস্ট খেলেন অনশুল কম্বোজ, দলে ফেরেন সাই সুদর্শন ও শার্দুল ঠাকুর।
প্রথম সেশনজুড়ে বল ও ব্যাটের মধ্যে ছিল জমজমাট লড়াই।
ম্যাচের প্রথম ওভারেই ক্রিস ওকস যশস্বী জয়সওয়ালের ব্যাটের কানায় দুইবার বল লাগান, যদিও দুটোই স্লিপে পড়ে যায়। জোফরা আর্চার-ব্রাইডন কার্স চাপ তৈরি করলেও ভারতীয় ওপেনাররা ধীরে ধীরে ছন্দে ফেরেন। ওকস এক পর্যায়ে জয়সওয়ালের ব্যাটের হ্যান্ডেলই ভেঙে দেন। তবে জয়সওয়াল জবাব দেন বাউন্ডারি হাঁকিয়ে।
সকাল সেশনের শেষ দিকে স্টোকসকে আপার-কাটে ছক্কা হাঁকিয়ে জয়সওয়াল ভারতকে ৯৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেন।
দ্বিতীয় সেশনে দারুণ ছন্দে ফিরে ইংল্যান্ড শিবির। ৭১ রানের ব্যবধানে তুলে নেয় ভারতের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। রাহুল (৪৬) ওকসের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিলে ভাঙে ওপেনিং জুটি। এরপর ফিফটি করা জয়সওয়াল (৫৮) ডসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর শুবমান গিল (১২) এলবিডব্লিউ হন স্টোকসের বলে।
সাই সুদর্শন ও ঋষভ পন্ত এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন। তৃতীয় সেশনের শুরুতেই ইংল্যান্ড শর্ট বলে সুদর্শনকে চেপে ধরলেও তিনিও পাল্টা জবাব দেন। পন্ত শুরু করেন আক্রমণাত্মক ভঙ্গিতে। আর্চারকে সুইপ, কার্সকে ছক্কা মেরে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন ইংল্যান্ডে। তবে ওকসের একটি শর্ট বল তার পায়ে আঘাত করে। যার ফলে তীব্র ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্স কার্টে করে বাইরে নিয়ে যাওয়া হয়। যা ভারতের জন্য বড় ধাক্কা।
এদিকে সুদর্শন করেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। কিন্তু স্টোকসের শর্ট বলেই আবারও ফাঁদে পড়ে ফেরেন ৫৪ রানে। শেষ দিকে ঠাকুর ও জাদেজা কিছু বাউন্ডারি এনে দেন। তবে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয় দিনের খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে। দিনশেষে ভারত করে ৪ উইকেটে ২৬৪ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।