Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহে চোর সন্দেহে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার ভাই সফিরউদ্দিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদরের চর ভবানিপুরে মোবাইল চোর সন্দেহে এক যুবক ও কিশোরকে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে পেটানো হয়। স্থানীয় প্রভাবশালী গোলাম মোস্তফার নেতৃত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। বাধা দিতে গেলে স্থানীয় এক নারীর গায়েও হাত তুলতে দেখা যায় নির্যাতনের ভিডিও ফুটেজে।
একটি গণমাধ্যমে নির্যাতন নিয়ে প্রতিবেদন প্রচারের পর মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার ভাই সফিরউদ্দিনকে আটক করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।