জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহে খরিপ ২০২২-২৩ মৌসুমে বিভিন্ন জাতের মসলা জাতীয় ফসলের চাষ বেড়েছে।
জেলায় চলতি মৌসুমে ৮১৯ হেক্টরে মরিচ, ৫২৪ হেক্টরে আদা, ১৫৩২ হেক্টরে হলুদ আবাদ হয়েছে।
এদিকে, কৃষি বিভাগ মসলা জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেছে।
জেলার ফুলবাড়ীয়া উপজেলায় এ ধরনের মসলা জাতীয় সবজির আবাদ বেশি হয়েছে বলে কৃষি বিভাগ জানান, এ উপজেলায় ৮১০ হেক্টরে এবার হলুদের আবাদ হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।