ভারতীয় তেলেগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ‘ সম্প্রতি মুক্তি পেয়েছে । ছবিটি ইতোমধ্যে সমগ্র ভারতে জনপ্রিয়তা পেয়েছে। অল্লু অর্জুন এই ছবিতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন।
পিতৃহীন পুষ্পা সাধারণ ট্রাকচালক থেকে ক্রমে হয়ে ওঠেন স্থানীয় অপরাধজগতের প্রভাবশালী নেতা। ছবিটিতে আরও অভিনয় করেছেন ফাহাদ ফজিল, রশ্মিকা মন্দানা, প্রকাশ রাজসহ অনেকে।
তেমন প্রচারণা না থাকার পরও কেন এত জনপ্রিয় ‘পুষ্পা: দ্য রাইজ’? ছবির শেষে কী চমক থাকছে দর্শকের জন্য?
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, হিন্দি ভার্সন নিয়ে তেমন প্রত্যাশা না থাকলেও চার সপ্তাহে ৮৪ কোটি রুপি সংগ্রহ করেছে এই অ্যাকশন থ্রিলার। এ সিনেমার হিন্দি স্বত্ব কিনেছেন গোল্ডমাইনস টেলিফিল্মসের কর্ণধার মনীশ শাহ। আর তাতে বেশ লাভ করেছেন তিনি। প্রায় বিনিয়োগের সমপরিমাণ।
একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, ২৮ কোটি রুপি দিয়ে ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার হিন্দি স্বত্ব কিনেছেন মনীশ শাহ। ডাবিং বাবদ তিনি খরচ করেছেন প্রায় ৫ কোটি রুপি এবং ডিজিটাল প্রযুক্তি, মুক্তিসহ আনুষঙ্গিক খরচ হয়েছে ১১ কোটি রুপি। সে হিসাবে তিনি মোট বিনিয়োগ করেছেন ৪৪ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।