জুমবাংলা ডেস্ক : পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
শনিবার দুপুরে উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে নিমাই হালদার জানান, পদ্মা-যমুনা নদীর মোহনায় দৌলতদিয়ার কলাবাগান এলাকায় সকালে তারা কয়েকজন মিলে জাল ফেলেন। দুপুরের দিকে জাল উঠানোর সময় দেখতে পান বড় আকারের একটি বাঘাইড় মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে এনে উন্মুক্ত নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন তারা।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চাঁন্দু মোল্লা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে তিনি ক্রয় করেন। পরে দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।