যত বছরের সংসার ভাঙলো হানি সিংয়ের

হানি সিং

বিনোদন ডেস্ক: ১১ বছরের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করলেন ভারতের পাঞ্জাবি গায়ক হানি সিং। গায়কের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন স্ত্রী শালিনী। এরই জেরে গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দুই দশকের সম্পর্কের ইতি হলো তাদের। ভরণপোষণের অর্থ হিসেবে সাবেক স্ত্রীকে ১ কোটি রুপি দিয়েছেন হানি। খবর হিন্দুস্তান টাইমসের।
হানি সিং
২০১১ সালে বিয়ে করে হানি সিং ও শালিনী তালওয়ার। ১০ বছরের মাথায় ২০২১ সালে হানি সিংয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী শালিনী। এনিয়ে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলাও করেন তিনি। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও ইন্টারনেটে বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানান হানি সিং।

গত ৮ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে মধ্যস্থতায় আসেন শালিনী। সেখানেই স্ত্রীর হাতে ১ কোটি রুপির চেক তুলে দেন গায়ক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০২৩ সালের ২০ মার্চ। সেখানেই পরবর্তী প্রস্তাব নিয়ে আদালতে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন।

নতুন যে ইচ্ছার কথা জানালেন দীঘি