জুমবাংলা ডেস্ক : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (১৩ জুলাই)।
২০২০ সালের এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন ’৭১-এর রণাঙ্গনের প্রথমসারির এই বীর মুক্তিযোদ্ধা।
তাঁর মৃত্যুবার্ষিকী ও স্মৃতিকে আরও অম্লান করে রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে যুগান্তর ও যমুনা পরিবার।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় যুগান্তরের হলরুমে পবিত্র কুরআন খতম, সকাল ৯টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, বেলা ১১টায় যুগান্তরে প্রয়াতের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এছাড়া, সারাদেশে যুগান্তর এবং পত্রিকাটির পাঠক ফোরাম ‘স্বজন সমাবেশ’ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
নুরুল ইসলামের জন্ম ১৯৪৬ সালের ৩ মে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে। তার বাবা আমজাদ হোসেন ও মা জমিলা খাতুন। ছোটবেলা থেকেই অত্যন্ত দূরদর্শী ছিলেন নুরুল ইসলাম। দেখতেন অনেক বড় স্বপ্ন। ব্যবসায়িক জীবনে অত্যন্ত সফল মানুষটি উদ্যোক্তা হয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টির চিন্তা লালন করতেন। শিক্ষাজীবনে এসব স্বপ্নের কথা শেয়ার করতেন সহপাঠীদের সঙ্গে। তবে কর্মজীবনের শুরুতে যোগ দেন সেনাবাহিনীতে। এর মধ্যেই শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশমাতৃকাকে রক্ষায় অস্ত্র হাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
মুক্তিযুদ্ধ শেষে বঙ্গবন্ধু যখন সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানালেন, সেই ডাকে সাড়া দিয়ে শুরু করেন ব্যবসা। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছিলেন আপসহীন এই কর্মবীর। তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিং মল। যমুনা ডিস্টিলারি, বস্ত্র, ইলেকট্রনিকস, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, বেভারেজ, টয়লেট্রিজ, মোটরসাইকেল এবং আবাসন খাতে ব্যবসাসহ যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সফলতার স্বর্ণশিখরে পৌঁছেছেন তিনি। এ ছাড়া যমুনা ইলেট্রনিকস, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সৃষ্টি করেছেন অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান। দেশের শিল্প খাতে মহিরুহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন নুরুল ইসলাম।
তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বর্তমানে যমুনা গ্রুপের চেয়ারম্যান। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে-সোনিয়া সারিয়াত ইসলাম, মনিকা নাজনিন ইসলাম এবং সুমাইয়া রোজালিন ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।