যমুনা প্লাজায় চলছে শীতকালীন মেগা অফার, বাড়ছে ক্রেতাদের ভিড়

জুমবাংলা ডেস্ক: ঋতুচক্রের ছায়াপথে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে আবৃত প্রকৃতিতে এখন শীতের আমেজ। বৃক্ষ যেমন শরীর থেকে শুকনো পাতা ঝরিয়ে নতুন রুপে সেজে উঠে, ঠিক তেমনি উৎসব, আয়োজন, বিবাহ, নতুন সংসার যেন শীতেরই অনুসঙ্গ।

বাঙালির চিরাচরিত এই উৎসবে সামিল হতে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর পণ্যে চলছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত নগদ ডিস্কাউন্ট। ক্রেতারা যমুনা প্লাজায় এবং অন-লাইন স্টোর থেকে এই সুবিধা পাবেন।

শীতকালীন এই মেগা অফারে যমুনার সকল প্লাজায় এখন ক্রেতাদের সরব উপস্থিতি। নতুন সংসার সাজাতে ক্রেতারা বেছে নিচ্ছেন দেশ সেরা যমুনা ইলেক্ট্রনিক্সের রেফ্রিজারেটর, ডীপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, এল.ই.ডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডারসহ যাবতীয় হোম ও কিচেন এপ্লায়েন্স।

যমুনা দিচ্ছে বেস্ট প্রোডাক্ট সাশ্রয়ী দাম, আকর্ষণীয় সকল সুবিধা, নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট, ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ই.এম.আই সুবিধা।

সম্প্রতি দেশব্যাপী বিস্তৃত যমুনা প্লাজায় আগত ক্রেতাদের সাথে কথা বলে যমুনার আকর্ষণীয় সব অফার এবং পণ্যের গুনগত মান সম্পর্কে বিস্তারিত জানা যায়।

বিশ্ব অর্থনীতির টালমাটাল এ অবস্থায় প্রতিটি কোম্পানি তাদের উৎপাদিত পণ্যের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস। ক্রেতাবান্ধব এ প্রতিষ্ঠান পণ্যের দাম না বাড়িয়ে বরং বিশেষ ডিস্কাউন্ট সুবিধা দিয়ে উৎসবের রং-কে আরো বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র মুনাফা অর্জনের নিমিত্তে যমুনা পরিবার ব্যবসা পরিচালনা করে না, বরং দেশ ও মানুষের কল্যাণে সদা তৎপর যমুনা গ্রুপ।-সংবাদ বিজ্ঞপ্তি