Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যমুনা রেলসেতুতে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ল
    জাতীয়

    যমুনা রেলসেতুতে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ল

    Soumo SakibMarch 12, 20255 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নবনির্মিত রেলসেতু দিয়ে প্রতিদিন ১৫ জোড়া আন্তঃনগর ও ১ জোড়া মেইল ট্রেন চলাচল করবে। এ সেতু দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের আসনের শ্রেণি অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে ৪৫ থেকে ১৪৫ টাকা পর্যন্ত। রেল সেতুর সমন্বিত দূরত্বের নিয়ম অনুযায়ী এই ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। জাগো নিউজের প্রতিবেদন থেকে বিস্তারিত-

    যমুনা রেলসেতুতে চলাচলকারীপশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কার্যালয় সূত্রে জানা যায়, আগে যমুনা সেতুর সঙ্গে যুক্ত রেল লাইনের দৈর্ঘ্য ছিল ৪ দশমিক ৮ কিলোমিটার। এই সেতুর এক কিলোমিটার সমপরিমাণ ১৬.৮০ কিলোমিটার রেল লাইন পরিমাপ করা হতো। সেইসঙ্গে এই সেতুর দুই পাশের স্টেশনের দূরত্ব ছিল ৫ কিলোমিটার করে ১০ কিলোমিটার। সবমিলিয়ে এ রেললাইনের দূরত্ব ছিল ৯১ কিলোমিটার।

    নবনির্মিত রেল সেতুর দূরত্ব ৪.৮ কিলোমিটার। এ রেলসেতুর এক কিলোমিটার সমপরিমাণ ২৫ কিলোমিটার রেল লাইন নির্ধারণ করা হয়েছে। রেলসেতুর রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে এটি নির্ণয় করা হয়। সেইসঙ্গে এই সেতুর দুই পাশে ১০ কিলোমিটার রেললাইন স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এ রেলসেতুর সমন্বিত দূরত্ব ১৩০ কিলোমিটার। নবনির্মিত সেতুর দূরত্ব ১৩০ কিলোমিটার থেকে আগের রেল সেতুর ৯১ কিলোমিটার বাদ দিলে নতুন রেল সেতুর বর্ধিত সমন্বিত দূরত্ব ৩৯ কিলোমিটার। এই বর্ধিত ৩৯ কিলোমিটার সেতুর ভাড়া বাড়ানো হয়েছে।

    কার্যালয় সূত্রে আরও জানা যায়, পদ্মা সেতুতে রেল চলাচল শুরুর সময় ১ কিলোমিটার রেলসেতু সমপরিমাণ ২৫ কিলোমিটার রেললাইনের বিষয়টি নির্ধারণ করা হয়। রেল সেতুর রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে এটি নির্ণয় করা হয়। এটি শুধু পদ্মা বা যমুনা সেতুর ক্ষেত্রে নয়, ১০০ মিটারের অধিক দৈর্ঘ্যের সব রেল সেতুর জন্য এ চার্জ নির্ধারিত।

    জানা যায়, ১২ ফেব্রুয়ারি থেকে এ রেল সেতুর একটি রেল লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও ১৮ মার্চ সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তখন সেতুর দুইটি রেললাইন দিয়ে ট্রেন চলাচল করবে। উদ্বোধনের পরদিন ১৯ মার্চ থেকে বর্ধিত এ ভাড়া কার্যকর হবে। ফলে সেতুর ওপর দিয়ে চলাচলকারী যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া।

    রেলওয়ে নির্ধারিত নতুন বর্ধিত ভাড়ার তালিকা (ভ্যাট ব্যতীত) অনুযায়ী দেখা যায়, রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেসের শোভন চেয়ারের চলমান ভাড়া ৪০৫ টাকা থেকে বেড়ে হবে ৪৫০ টাকা। প্রতি আসনে ৪৫ টাকা বাড়বে। এসি চেয়ারে ভাড়া ৬৭০ টাকা, তা বেড়ে হবে ৭৫০ টাকা, প্রতি আসনে বাড়বে ৮০ টাকা। এসি সিট ৮০৫ টাকা থেকে বেড়ে হবে ৯০০ টাকা। প্রতি আসনে বাড়বে ৯৫ টাকা। এসি বার্থ ১২০৫ টাকা বেড়ে হবে ১৩৪৫ টাকা। প্রতি আসনে বাড়বে ১৪০ টাকা।

    খুলনা-ঢাকা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের চলমান ভাড়া ৬৩০ টাকা, তা বেড়ে হবে ৬৮০ টাকা। প্রতি আসনে বাড়ছে ৫০ টাকা। এসি চেয়ার ১০৫০ টাকা এখন তা বেড়ে হবে ১১৩০ টাকা, প্রতি আসনে বাড়বে ৮০ টাকা। এসি সিট চলমান ভাড়া ১২৬০ টাকা বেড়ে হবে ১৩৫৫ টাকা। এ আসনে বর্ধিত ভাড়া ৯৫ টাকা। এসি বার্থ চলমান ১৮৮৫ টাকা তা বেড়ে হবে ২০৩০ টাকা। প্রতি আসনে বাড়বে ১৪৫ টাকা।

    পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের চলমান ভাড়া ৬৯৫ টাকা, তা বেড়ে হবে ৭৮০ টাকা, প্রতি আসনে বাড়বে ৪৫ টাকা। এসি চেয়ার চলমান ভাড়া ১১৬০ টাকা, বেড়ে হবে ১২৩৫ টাকা, ভাড়া বাড়বে ৭৫ টাকা। এসি সিট চলমান ভাড়া ১৩৯০ টাকা, বেড়ে হবে ১৪৮০ টাকা, ভাড়া বাড়বে ৯০ টাকা। এসি বার্থ চলমান ভাড়া ২০৮৫ টাকা, বেড়ে হবে ২২১৫ টাকা, প্রতি আসনে বাড়বে ১৩০ টাকা।

    লালমনিরহাট/রংপুর-ঢাকা রুটে চলাচলকারী লালমনি এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনের শোভন আসনের চলমান ভাড়া ৬৩৫ টাকা, তা বেড়ে হবে ৬৮০, প্রতি আসনে বাড়বে ৪৫ টাকা। এসি চেয়ার চলমান ভাড়া ১০৫৫ টাকা, তা বেড়ে হবে ১১৩০ টাকা, প্রতি আসনে বাড়বে ৭৫ টাকা, এসি সিট চলমান ভাড়া ১২৬৫ টাকা, বেড়ে হবে ১৩৫৫ টাকা, প্রতি আসনে বাড়বে ৯০ টাকা। এসি বার্থ চলমান ভাড়া ১৮৯৫ টাকা, বেড়ে হবে ২০৩০ টাকা, প্রতি আসনে বাড়বে ১৩৫ টাকা।

    চিলাহাটি-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের চলমান ভাড়া ৬২০ টাকা, বেড়ে হবে ৬৬৫ টাকা, প্রতি আসনে বাড়বে ৪৫ টাকা। এসি চেয়ার ভাড়া ১০৩০ টাকা বেড়ে হবে ১১০৫ টাকা, আসন প্রতি বাড়বে ৭৫ টাকা। এসি সিট ভাড়া ১২৩৫ টাকা বেড়ে হবে ১৩২৫ টাকা, প্রতি আসনে বাড়বে ৯০ টাকা, এসি বার্থ চলমান ভাড়া ১৮৫০ টাকা, বেড়ে হবে ১৯৮৫ টাকা, প্রতি আসনে বাড়বে ১৩৫ টাকা।

    কুড়িগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৬৪০ টাকা তা বেড়ে হবে ৬৮৫ টাকা, ভাড়া বাড়বে ৪৫ টাকা। এসি চেয়ার চলমান ভাড়া ১০৬৫ টাকা, বেড়ে হবে ১১৪০ টাকা, প্রতি আসনে বাড়বে ৭৫ টাকা। এসি সিট চলমান ভাড়া ১২৭৫ টাকা বেড়ে হবে ১৩৬৫ টাকা, প্রতি আসনে বাড়বে ৯০ টাকা, এসি বার্থ চলমান ভাড়া ১৯১০ টাকা, বেড়ে হবে ২০৫০ টাকা, প্রতি আসনে বাড়বে ১৪০ টাকা।

    এদিকে ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ঢাকা মেইল ট্রেন বেসরকারি সংস্থা পরিচালনা করে। এ ট্রেনের ভাড়া নির্ধারণের বিষয়ে এখনো আলোচনা হয়নি।

    ১০৮ বছর বয়সেও নাপিতের কাজ করে গড়লেন বিশ্বরেকর্ড!

    পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুন্ডু বলেন, রেলওয়ে নিয়মানুযায়ী নবনির্মিত রেলসেতুর বর্ধিত দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। ১০০ মিটার দৈর্ঘ্য প্রতিটি রেলসেতুর ক্ষেত্রে এ ভাড়া প্রযোজ্য।

    পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস ট্রেনের ভাড়া বাড়ানো প্রসঙ্গে বলেন, ভাড়া বাড়ানো হয়েছে এটি সঠিক নয়। বরং সেতু নির্মাণের পর ভাড়া সমন্বয় করা হয়েছে। রেলসেতুর সমন্বিত দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। এ সেতু দিয়ে ট্রেন চলাচলের ফলে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় চলাচলকারী ট্রেনের বাড়ল ভাড়া, যমুনা রেলসেতুতে
    Related Posts
    D

    জাল ভোটার ধরা পড়লেই দেয়া হবে পুলিশে

    September 8, 2025
    Press

    পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না : প্রেস সচিব

    September 7, 2025

    পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

    September 7, 2025
    সর্বশেষ খবর
    George Kittle injury update

    George Kittle Injury Update: 49ers Tight End Ruled Out vs Seahawks With Hamstring Issue

    Puka Nacua injury update

    Puka Nacua Injury Update: Rams WR Clears Concussion Protocol and Returns vs Texans

    did trump get booed at us open

    Donald Trump Booed and Cheered at US Open Men’s Final

    Carlos Alcaraz vs Jannik Sinner head-to-head highlights

    Carlos Alcaraz vs Jannik Sinner Head-to-Head: Full Highlights Through US Open 2025

    স্মার্টফোনের কার্যক্ষমতা

    স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭টি উপায়

    OnePlus-Nord-CE-5

    বাজেটের মধ্যে সেরা ৫টি স্মার্টফোন, OnePlus থেকে iQOO

    আহমেদ শরীফ

    দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ

    ওয়েব সিরিজ

    ওটিটি প্ল্যাটফর্মে নতুন চমক! সম্পর্কের জটিলতা নিয়ে এলো নতুন ওয়েব সিরিজ!

    টেক ব্র্যান্ড পার্টনারশিপ

    ৫টি অদ্ভুত টেক ব্র্যান্ড পার্টনারশিপ যা সত্যিই চমকে দেবে!

    বিমান

    ভারতের এই জায়গায় বিমান চলাচল নিষিদ্ধ, কারণ জানলে অবাক হবেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.