জুমবাংলা ডেস্ক : যশোরের কেশবপুর উপজেলার এক গরুর মালিক জনসম্মুখে ঘোষনা করেছেন তার শান্তবাবু নামের গরুটি ৫ লাখ টাকায় যে ক্রেতা ক্রয় করবে তাকে একটি পালসার মোটর সাইকেল ফ্রি দেয়া হবে। শান্তবাবু নামে গরুটির ওজন প্রায় ২৫/৩০ মন।
জানা গেছে, কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের আজিজুর রহমান সানার ছেলে সোহরাব হোসেন বাড়িতে পালনের জন্য গত ৩ বছর আগে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় ক্রয় করেন। অন্য গরুর তুলনায় ফ্রিজিয়ান জাতের গরুটি শান্ত প্রকৃতির হওয়ায় সোহরাবের পরিবার সখ করে ঐ গরুটির নাম রাখেন শান্তবাবু। এরপর থেকে পরিবারের সকলেই গরুটিকে শান্তবাবু নামে ডাকেন। দেখতে দেখতে শান্তবাবু বিশাল দেহের অধিকারী হয়ে উঠে।
গরুর মালিক সোহরাব হোসেন বলেন, আমরা সবাই শান্তবাবুকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করে অতি আদর যত্নে বড় করেছি। অতি অল্প সময়ে সে আমাদের সকলের কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। তাই প্রিয় প্রানীর বিদায়টা স্মরনীয় করে রাখতে তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্রেতা শান্তবাবুর ন্যায্য মূল্য দিবে তাকে একটি পালসার মটরসাইকেল উপহার দেওয়া হবে। সোহরাব হোসেন বলেন, শান্তবাবুর ওজন প্রায় ২৫ থেকে ৩০ মন হবে। ৫ লাখ দাম পেলে তিনি শান্তবাবুকে বিক্রি করবেন বলে জানান।
এদিকে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে গরুটি এক নজর দেখার জন্য বিভিন্ন পেশার মানুষ সোহরাবের বাড়িতে ভীড় করছে। পাশাপাশি কোরবানির ঈদে গরুটি বিক্রয়ের ঘোষনা দেয়ায় গরুটি ক্রয়ের জন্য বিভিন্ন এলাকার গরুর ব্যাপারিরা তার বাড়িতে গিয়ে দর কষাকষি করছে। তবে এখনও পর্যন্ত কোন ব্যাপারি তার গরুর উপযুক্ত দাম বলেনি বলে তিনি জানান।
ন্যায্য মূল্যে গরুটি ক্রয় করে আকর্ষনীয় উপহার পালসার মোটর সাইকেল গ্রহণ করতে চাইলে গরুর মালিকের ০১৩০৩০৩০০৫৭ / ০১৭২৩১১৫০২১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।