যশোরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মাদ আশেক হাসানকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে যশোরসহ দেশের ২৩ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ১২ জন কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন পূর্বক বদলি ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ১৪ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনে ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মাদ আশেক হাসানকে যশোর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যশোর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



