জুমবাংলা ডেস্ক : প্রথম নারী হিসেবে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। রোববার সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
পরে তিনি পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
রওনক জাহানের আগে যশোর পুলিশে আর কোনো নারী পুলিশ সুপার দেখা যায়নি। তবে, পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন যশোরে দায়িত্ব পালন করছেন রেশমা শারমিন।
রওনক জাহান পুলিশ লাইন্স পরিদর্শনকালে কর্মকর্তা ও কর্মচারীদের খোঁজখবর নেন। সেখান থেকে নিজ দপ্তরে ফিরে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে যশোরে বদলি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।