জুমবাংলা ডেস্ক: যশোর জেলার ৪০ ব্যবসায়ীকে ১কোটি ১১লাখ টাকা করোনাকালীন প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) থেকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেডে যেসব উদ্যোক্তা ব্যবসায়ী প্রশিক্ষণ নিয়েছেন এবং ব্যবসা পরিচালনা করছেন করোনাকালে অর্থনীতি চাঙ্গা রাখতে তাদের এ প্রণোদনা ঋণ দেয়া হয়েছে।
বিসিক যশোর কার্যালয় সূত্রে জানা যায়, হালকা প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক, ডেইরি ফার্ম, হস্ত ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত ১৮জন নারীসহ ৪০ব্যবসায়ীকে ৪ শতাংশ সুদে এ প্রণোদনা ঋণ দেয়া হয়েছে। একজন সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ও সর্বনি¤œ এক লাখ টাকার প্রণোদনা ঋণের সুবিধা পেয়েছেন।
বিসিক যশোর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম হাফিজ জানান, বিসিক থেকে যারা বিভিন্ন বিভিন্ন সময় ট্রেডে প্রশিক্ষণ নিয়েছেন এমন ব্যবসায়ীরা প্রণোদনা ঋণের জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে যাচাইবাছাই করে ৪০ জন ব্যবসায়ী প্রণোদনা ঋণ পেয়েছেন। প্রণোদনা ঋণের সুবিধা গ্রহণ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সচল করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।