Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home যশোরে কৃষকের খেতজুড়ে বেগুনি রংয়ের বাঁধাকপি
অর্থনীতি-ব্যবসা কৃষি জাতীয় বিভাগীয় সংবাদ

যশোরে কৃষকের খেতজুড়ে বেগুনি রংয়ের বাঁধাকপি

জুমবাংলা নিউজ ডেস্কJanuary 3, 20203 Mins Read
Advertisement

এম.এ.মান্নান মিয়া, ইউএনবি: সুন্দরের কোনো স্থান ও কাল নেই। সুন্দর বিচিত্র। সবুজ পাতার ভেতরে বেগুনি রং। দূর থেকে দেখলে মনে হবে যেন সারিবদ্ধ ফুল ফুটে আছে।

তবে এটা কোনো ফুল নয়। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন মাঠে সারিবদ্ধভাবে ফুটে আছে শত শত বাঁধাকপি।

যশোরে প্রথম এই বেগুনি রংয়ের বাঁধাকপি চাষ হচ্ছে। সাফল্যও পাচ্ছেন চাষিরা।

শীতকালীন সবজিগুলোর মধ্যে বাঁধাকপি অন্যতম। বাঁধাকপির ইংরেজি নাম ক্যাবেজ এবং এর বৈজ্ঞানিক নাম ব্রারাসিকা ওলেরাসিয়া। বাঁধাকপি বিভিন্ন রংয়ের হয়ে থাকে যেমন গাঢ় সবুজ, হালকা সবুজ, সাদা, লাল ও বেগুনি।

বেগুনি বাঁধাকপি যা লাল বাঁধাকপি হিসেবে পরিচিত। এর মধ্যে ভিটামিন এ, সি এবং কেসহ বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। এতে রয়েছে মিনারেলস, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ। সেই সাথে লাল বাঁধাকপিতে প্রচুর পরিমানে বেটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

এ ইউনিয়নের কৃষক আমিন উদ্দিন জানান, তিনি তার দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করতে খরচ করেছেন প্রায় ৩৫ হাজার টাকা। ইতিমধ্যে তিনবারে তিনি এক হাজার বাঁধাকপি বিক্রি করে ৩০ হাজার টাকা আয় করেছেন। তিনি প্রতি কেজি ২২ টাকা দরে বাঁধাকপি বিক্রি করেছেন। এখনো তার খেতে ৯ হাজার বাঁধাকপি রয়েছে।

আমিন উদ্দিন আরো জানান, ভারতে বেড়াতে গিয়ে তিনি এই বাঁধাকপির বীজ কিনে এনেছিলেন। দেশে এই জাতের বাঁধাকপির চাষ তিনিই প্রথম করেছেন বলে দাবি করেন।

আরেক সবজি চাষি মনোয়ার হোসেন মিন্টু জানান, তারা প্রথমবারের মতো এই বাঁধাকপি চাষ করে বেশ সাড়া পেয়েছেন। তিনি আরো জানান, সাধারণ বাঁধাকপির চেয়ে এই কপিতে বেশি দাম পাচ্ছেন। আবার ওজনেও বেশি।

চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি ব্লাকের উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে রেড় জুয়েল ও রুবি কিং নামের দুটি জাতের বেগুনি রংয়ের বাঁধাকপি উৎপাদিত হচ্ছে। যশোরে চুড়ামনকাটি ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের আমিন উদ্দিন গত বছর ভারত থেকে এ জাতের বীজ আনেন। বাণিজ্যিকভাবে ২০১৯ সালেই প্রথম ১২ বিঘা জমিতে এ সবজি চাষ করেছেন।’

তিনি বলেন, ‘এ বছর আমিন উদ্দিন, বাবু এবং মিন্টু দুই বিঘা জমিতে, বাগডাঙ্গার মনোয়ার হোসেন, শহিদুল ইসলাম এবং আব্দুল মান্নান এক বিঘা জমিতে বেগুনি রংয়ের বাঁধাকপির চাষ করেছেন।’

জহিরুল ইসলাম জানান, এ জাতের বাধাঁকপির ফলন বেশি হয়। এ সবজি চাষের জন্য কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করায় এ বছর ভালো ফলনও হয়েছে।

আগামী বছর বেগুনি বাঁধাকপি চাষের পরিমাণ আরো বাড়বে আশা প্রকাশ করে তিনি জানান, সবুজ বাঁধাকপি হেক্টরে ৭০ থেকে ৮০ টন উৎপাদিত হলেও বেগুনি বাঁধাকপি উৎপাদন হয় ৯০ থেকে ১০০ টন।

বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থান অর্জন করলেও সবজির উৎপাদন এখনো তার ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে পর্যাপ্ত নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিওএই) কর্মকর্তাদের মতে, ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ২ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৯২৭ মেট্রিক টন শাক-সবজির উৎপাদন হয়েছিল। আর ২০১৩-২০১৪ অর্থবছরে এর পরিমাণ ছিল এক কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৫৫ মেট্রিক টন।

সেইসাথে ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে ২ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭৮৬ মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছিল।

অধিদপ্তরের বার্ষিক তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে এক কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৩৩৪ মেট্রিক টন এবং ২০১৪-১৫ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬ মেট্রিক টন সবজি। সূত্র: ইউএনবি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অর্থনীতি-ব্যবসা কৃষকের কৃষি খেতজুড়ে বাঁধাকপি বিভাগীয় বেগুনি যশোরে রংয়ের সংবাদ
Related Posts
শামছু বাহিনী

চর দখল নিয়ে গোলাগুলি : শামছু বাহিনীর প্রধানের লাশ উদ্ধার, নিহত ছয়

December 25, 2025
শীত

শীত নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

December 25, 2025
Gold

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

December 25, 2025
Latest News
শামছু বাহিনী

চর দখল নিয়ে গোলাগুলি : শামছু বাহিনীর প্রধানের লাশ উদ্ধার, নিহত ছয়

শীত

শীত নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Gold

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

ঝালকাঠির রাজাপুর

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

মার্টিন লুথার কিং

তারেক রহমানের বক্তব্যের সেই মার্টিন লুথার কিং কে?

Abawas

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

বড়দিনে বঙ্গভবন

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

তারেক রহমান আজহারি

তারেক রহমানকে স্বাগত জানিয়ে আজহারির স্ট্যাটাস

রিজার্ভ

রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার

BNP Nata

বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ছোট বোনের পর মারা গেলেন বড় বোন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.