জুমবাংলা ডেস্ক: প্রচন্ড শীতের মধ্যেই যশোরে বৃহস্পতিবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পাশাপাশি শৈত্যপ্রবাহের কারণে সারাদিন সূর্যের আলোরও দেখা মেলেনি। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। খবর ইউএনবি’র।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই যশোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির ভোগান্তির কথা উল্লেখ করে রিকশাচালক রুবেল হোসেন বলেন, ‘প্রচন্ড শীতের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। রিকশা না চালালেও সমস্যা। তাই বাধ্য হয়ে রেইনকোট পরে রাস্তায় নেমেছি।’
যশোর জেলা আবহাওয়াবিদ শিকদার আল মামুন বলেন, ‘আজ সারাদিন যশোর অঞ্চলে শৈত্যপ্রবাহ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এবং আগামীকালও (শুক্রবার) তা অব্যাহত থাকতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।