Advertisement
যশোর প্রতিনিধি: যশোরের শার্শা ও মনিরামপুর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহত হযরত আলী (১৫) শার্শা উপজেলার বসতপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং সুব্রত সরকার (২২) মনিরামপুরের ভবানীপুর গ্রামের মৃত সুকুমার সরকারের ছেলে।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল জানান, বৃহস্পতিবার সকালে অসাবধানতাবশত তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে হযরত আলী আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নেয়ার পথে সে মারা যায়।
অপরদিকে, বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধীর সুব্রতের মৃত্যু হয়।
নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বখতিয়ার হোসেন জানান, সুব্রতদের বাড়ি মেরামতের সময় ড্রিল মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তার ছিঁড়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই সুব্রতের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।