জুমবাংলা ডেস্ক : যশোরে বেয়াইনের মারপিটের শিকার হয়ে আহত বেয়াই সিরাজুল ইসলাম কুটির (৪৫) নিহত হয়েছেন। তার একটি চোখ উপড়ে গিয়েছিল।
সিরাজুলের ছেলে মো. হাসান জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ মার্চ) রাতে মারা যান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরতলীর বাহাদুরপুর জেস গার্ডেনের পেছনে হাসি বেগম (৪০) সিরাজুলকে পিটিয়ে গুরুতর জখম করেন। এতে তার একটি চোখ উপড়ে যায়।
সিরাজুল যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হাসি বেগম পুলিশ হেফাজতে রয়েছেন। হাসির মেজো মেয়ের শ্বশুর সিরাজুল।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সিরাজুল তার বেয়াইন হাসির বাড়িতে গিয়েছিলেন। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পান। পরে তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছেন। এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান তারা। হাসির শরীরের বিভিন্ন স্থানেও জখমের দাগ দেখা যায়। পরে স্থানীয়রা তাদের নিবৃত করেন এবং সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে হাসি বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
এদিকে, হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে হাসি তার মেয়ে মনিকা ও ভগ্নিপতি শাবল দিয়ে সিরাজুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এছাড়া তার চোখেও গুরুতর আঘাত করা হয়।
হাসি বেগমের অভিযোগ, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার ধর্ষণের উদ্দেশ্যে তার ওপর হামলা চালায় সিরাজুল। তিনি আত্মরক্ষার চেষ্টাকালে সিরাজুলের চোখে আঘাত লাগে। তবে হাসির প্রতিবেশিদের দাবি বেয়াই-বেয়াইনের মধ্যে মধুর সম্পর্ক ছিল। প্রায়ই তারা একসাথে বেড়াতেন। সিরাজুল ইসলাম মাঝেমধ্যেই বেয়াইনের বাড়িতে রাত্রি যাপন করতেন। ফলে ধর্ষণের চেষ্টার বিষয়টি বেশ রহস্যজনক।
মধ্যরাতে খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১১
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ দেখতে পায়, সিরাজুলের চোখ রক্তাক্ত জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। আর হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল মারা যান বলে রাত ১০টার দিকে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।