জুমবাংলা ডেস্ক : যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত ব্যারাকে এই আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, আগুন লাগার পর পরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন লাগে। তবে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারাও আগুন লাগার খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে ছুটে যান। ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগিতা করে পুলিশ।
জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি আগুন নেভানোর কাজ তদারকি করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।