যাকে সাথে নিয়ে বড় ধামাকা নিয়ে আসছেন শাকিব খান

শাকিব খান

বিনোদন ডেসন্ক: পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। যিনি ইতোমধ্যেই নাম লিখেছেন শোবিজে। তার গল্প- ভাবনায় নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি সব মহলে দারুণ প্রশংসিত হয়েছে। পুলিশি অ্যাকশন ঘরানার এই সিনেমায় কাজ করে প্রশংসিত হন আরিফিন শুভও। বর্তমানে সানীর গল্প-পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ও বেশ আলোচনায় এসেছে। আর মুক্তির অপেক্ষায় আছে ‘ব্ল্যাক ওয়ার’ নামের আরও একটি সিনেমা। এর মধ্যেই সানী সানোয়ারকে পাওয়া গেল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমার জন্যই তারা বৈঠক করেছেন। হয়েছে প্রাথমিক আলোচনাও। ধারণা করা হচ্ছে, আরিফিন শুভকে নিয়ে টানা তিনটি সিনেমা করার পর এবার শাকিবকে নতুন রূপে পর্দায় আনতে চাইছেন চৌকস এই পুলিশ কর্মকর্তা।

বিষয় নিয়ে সানী সানোয়ার বলেন, ‘গতকাল রাতে আমরা প্রাথমিক একটি আলোচনা করেছি। তবে এখনো চূড়ান্ত কিছু না। আরও কয়েক দফায় মিটিং হবে, এরপর বলা যাবে কি হচ্ছে?’
শাকিব খান
এরই মধ্যে কথা রটেছে আপনার নতুন সিনেমায় শাকিবকে পাওয়া যাবে? উত্তরে সানী বলেন, ‘এখনো তেমন কোনো কিছুই হয়নি। আর অনেক কথাই তো রটে। দেখা যাক, শেষে কি হয়।’

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন শাকিব খান। বলেছিলেন, এক এক করে সব প্রকাশ করবেন। সেই চমকের প্রথম কিস্তি কি পুলিশি সিনেমা? উত্তর জানা যাবে আরও কিছুদিন পর।

উল্লেখ্য, মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটির গল্প-চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনায়ও ছিলেন সানী সানোয়ার। তার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন ফয়সাল আহমেদ। আগামী অক্টোবরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, রাশেদ খান অপু প্রমুখ।

প্রথমবারের মতো নতুন যে দায়িত্বে ‘কাবিলা’ খ্যাত অভিনেতা পলাশ