যানজট নিয়ে আর টেনশন নয়, এয়ার ট্যাক্সি চালাবে ৫ কোম্পানি

এয়ার ট্যাক্সি

যানজট নিয়ে আর টেনশন নয়, এয়ার ট্যাক্সি চালাবে ৫ কোম্পানি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এনা হোল্ডিংস লিমিটেড ও জাপান এয়ারলাইন্স কোম্পানিসহ ৫টি প্রতিষ্ঠানকে এয়ার ট্যাক্সি চালানোর অনুমতি দিয়েছে জাপান। ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোজিশনে উড়ন্ত ট্যাক্সি চালানোর অনুমতি পেল কোম্পানি ৫টি। পশ্চিম জাপানের ওসাকায় ওই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

ওই মেলায় ফ্লাইং কারস বা উড়ন্ত গাড়িকে প্রধান আকর্ষণ বানতে চায় জাপান। আগামী প্রজন্মের উড়ন্ত গাড়ির এই প্রদর্শনীর জন্য ওসাকার একটি কৃত্রিম দ্বীপ বেছে নেওয়া হয়েছে।
এয়ার ট্যাক্সি
এতে অংশ নেবে অল নিপ্পন এয়ারওয়েজের মালিকানাধীন এনা হোল্ডিংস। তাদের পার্টনার হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের জবি এভিয়েশন, যেখানে বড় বিনিয়োগ রয়েছে টয়োটা মোটরসের। এছাড়াও এতে অংশ নেবে স্কাইড্রাইভ ও মারুবেনি করপোরেশন।

ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর ভারপ্রাপ্ত মন্ত্রী নাওকি ওকাদা বলেন, আশা করছি এখানে প্রদর্শিত নতুন নতুন প্রযুক্তি সবাইকে চমকে দেবে। উড়ন্ত এই গাড়িগুলোতে ৩ থেকৈ৫ জন যাত্রীও থাকবেন। এই গাড়ির তিন এলাকাকে যুক্ত করা হবে। মেলার ভেন্যু ইউমেশিমা থেকে কেন্দ্রীয় ওসাকা হয়ে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে এগুলো।

এপ্রিল মাসের ১৩ তারিখে শুরু হয়ে অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত চলবে এই ওয়ার্ল্ড এক্সপো-২০২৫।

রোবট দুনিয়ায় চমক দেখানোর ঘোষণা শাওমির