স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ জেতার পর এবার রেকর্ডগড়া জয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। এখন টাইগারদের সামনে সুযোগ প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ জেতার। একইসঙ্গে এই ফরম্যাটে মুখোমুখি পরিসংখ্যান সমান করে নেওয়ার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর ৩টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটি জিতলে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার পাশাপাশি, আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আইসিসির সবশেষ আপডেট অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩২ রেটিং নিয়ে ৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান নবম, রেটিং ২৩১ পয়েন্ট। চলতি সিরিজটি ২-০ ব্যবধানে জিতলে ২৩২ রেটিং নিয়ে আফগানিস্তানের আট নম্বরে জায়গাটি দখল করবে বাংলাদেশ।
সেক্ষেত্রে আফগানিস্তান খোয়াবে দুই রেটিং পয়েন্ট। তারা ২৩০ রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নেমে যাবে দশ নম্বরে। আর শ্রীলঙ্কা ২৩০ রেটিং নিয়েই উঠে যাবে নয় নম্বরে।
অন্যদিকে বাংলাদেশ যদি শনিবারের ম্যাচটি হেরে যায় তাহলে রেটিং কমে হয়ে যাবে ২২৯ পয়েন্ট। সেক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে নিচে দশ নম্বরে নেমে যাবে টাইগাররা। আর ২৩৫ রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
তাই প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচটিও জেতা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর তা হলে সপ্তমবারের মতো একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পাবে বাংলাদেশ। একইসংগে আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি দ্বৈরথে সমান ৪টি জয় হবে টাইগারদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।