এবার ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে

বড় আপডেট আসছে হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশনে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে তারা। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।

হোয়াটসঅ্যাপ
প্রতীকী ছবি

আর এবার নতুন সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ডিলিট করা মেসেজও দেখতে পাবেন এখন। হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ফিচার সেন্ড করা মেসেজ ডিলিট করা। কোনো কারণে অন্য কোনো ব্যবহারকারীর কাছে ভুল মেসেজ পাঠানো হলে তা ডিলিট করা সম্ভব।

তবে আপনাকে পাঠানো সেই ভুল মেসেজ কী ছিল তা এখন সহজেই জানতে পারবেন। এজন্য অবশ্য আপনাকে থার্ডপার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো ফিচার নেই যার মাধ্যমে ডিলিট করা মেসেজ আপনি পড়তে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন:

> প্রথমে আপনার স্মার্টফোনে গেট ডিলিট মেসেজ (Get Deleted Message) নামের অ্যাপটি ডাউনলোড করুন।

> এরপর ওই অ্যাপটি একাধিক পারমিশন চাইবে। সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ পারমিশন দিতে হবে।

> সব প্রক্রিয়া শেষ হলে আপনি ডিলিট মেসেজ দেখতে পাবেন।

তবে অনেক বিশেষজ্ঞদের মতে, এই থার্ড পার্টি অ্যাপগুলো কোনো মেসেজ পড়তে পারে না। সেগুলো শুধু নোটিফিকেশন থেকে মেসেজ ট্র্যাকই করতে পারে। সূত্র: দ্য সান