বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতি কাটিয়ে আবার নিয়মিত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। নাম লিখিয়েছেন কলকাতার সিনেমাতেও। সবসময় ফেসবুকে সরব থাকেন পরী। রাগ-ক্ষোভ যেন এখানেই ঝেড়ে ফেলেন তিনি। আবারও ঘটল তেমনি কিছু।
এদিকে সম্প্রতি ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টের মাধ্যমে একরকম যুদ্ধ চলেছে। এতে করে পরী ও বুবলীর ভক্তরা দু’দল বেছে নিয়েছেন। এবার তৃতীয় এক ব্যক্তিকে ঘায়েল করে পোস্ট শেয়ার করেছেন পরী। জানা গেছে, কোনো এক পরিচালককে নিয়ে লিখেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মার্চ) ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যে বা যারা আমার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে, আজ থেকে কোনোদিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।’
তবে তিনি কাদের নিয়ে এ মন্তব্য করলেন সেটি জানাননি। কারণ, পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু মন্তব্যের ঘরে নেটিজেনরা তার এমন সিদ্ধান্তের জন্য শুভ কামনা জানিয়েছেন।
‘ডোডোর গল্প’র কাজ শেষ করেছেন পরী। এতে সাইমন সাদিকের সঙ্গে কাজ করেছেন। আর এখন কাজ করছেন কলকাতার টালিউড ইন্ডাস্ট্রিতে। ‘ফেলুবকশি’ নামে একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.