পর্দায় অভিনয়ের পরিমাণ কমিয়ে দিচ্ছেন অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি ওমরাহ্ পালন করে এসেছেন তিনি। এরপর নিজের পোশাক পরিচ্ছেদেও এনেছেন আমুল পরিবর্তন।
বর্তমানে বোরকা এবং হিজাব পরিধান করে চলাফেরা করছেন অভিনেত্রী। অহনা জানিয়েছিলেন, ২৫ সাল থেকে অভিনয় জগতে কাজ কমিয়ে ফেলবেন।
ফলে অভিনেত্রী কি বিয়ে করে সংসারজীবনে থিতু হচ্ছেন, এমন প্রশ্ন করেছেন ভক্তরা। যদিও অহনা জানিয়েছিলেন, বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না।
তবুও অভিনেত্রীর বিয়ে, প্রেম নিয়ে প্রশ্ন যেন শেষ হচ্ছেই না। সম্প্রতি বোরকা পরেই রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি শোরুম উদ্বোধন করতে যান অহনা। সেখানেও আবারও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
সেই প্রশ্নের জবাবেই অহনা বললেন, ‘আপনারা বিয়ের বাইরে বের হতে পারছেন না তাই না? আচ্ছা বুঝেছি আমি বুড়া হয়ে যাচ্ছি, তো আপনাদের কি? যারা বিয়ে করসেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন। আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন।’
এসময় নিজের পোশাক পরিচ্ছেদে নিয়েও কথা বলেন অহনা। জানান ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান।
এর আগে ওমরাহ পালন শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে।’
অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।