স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলবেন না টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। গতকাল থেকেই এমন কথা শুনা যাচ্ছিলো। এই সংবাদ আরও গাড়ো হয় মাশরাফির অনুশীলন না করায়।
কিন্তু সত্যিই কি তাই? হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই বিশ্রামে থাকতে চেয়েছিলেন ম্যাশ। আসল খবর হলো, ইনজুরির কারণ দেখিয়ে নিজেকে সরয়ে নিচ্ছিলেন মাশরাফি। হয়তো পাকিস্তানের বিপক্ষে না খেলেই দেশে ফিরে অবসরের ঘোষণা দিতে চেয়েছিলেন।
এমন সংবাদ শোনার পর বিসিবির কর্মকর্তারা মাশরাফির সাথে কথা বলেন। আজ ভোর ছয়টার দিকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফির সাথে ফোনে কথা বলেন।
বিসিবির সভাপতির সাথে কথা বলার পরেই সকালে আবার সিন্ধান্ত পরিবর্তন করে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।