যা করলে ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ টাকা

যা করলে ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ টাকা

নিজেদের ছোট ভিডিয়োর প্লাটফর্ম ‘রিলস’-এর ক্রিয়েটারদের জন্য বড় উদ্যোগ নিল মেটা। Tiktok-এর প্রতিযোগী এই প্লাটফর্মে আসল বিষয়বস্তুর ওপর ভিডিয়ো বানালে প্রতি মাসে পেতে পারেন $4,000 (প্রায় 3 লক্ষ টাকা)। বর্তমানে Meta ফেসবুক ক্রিয়েটরস ইনসেনটিভ “চ্যালেঞ্জ” ঘোষণা করেছে। মূলত, রিলসের ক্রিয়েটরদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ।

মেটা জানিয়েছে, রিলসের ক্রিয়েটরদের অর্থ দেওয়ার বিষয়ে হিসেবনিকেশ হচ্ছে। সেই ক্ষেত্রে সব ধরনের ছোট ভিডিয়ো নির্মাতাদের সম্মান জানাতেই এই বোনাস বা টাকার কথা ঘোষণা করছে কোম্পানি।

মূলত, Facebook ‘চ্যালেঞ্জ’ উদ্যোগের মাধ্যমে রিলসের ভিডিয়ো ক্রিয়েটরদের বড় অঙ্কের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। সেখানে বলা হয়েছে, একাধিক বোনাসের মাধ্যমে যারা ভাল ভিডিয়ো বানাবে তাদের সহযোগিতা করবে মেটা। সেই ক্ষেত্রে “প্রোগ্রামের প্রতিটি ক্রিয়েটর প্রতি মাসে এই চ্যালেঞ্জ সিরিজে অংশগ্রহণ করতে পারেন৷ এই ক্ষেত্রে আপনার 5টি রিল 100টি প্লেতে পৌঁছলে আপনি $20 উপার্জন করবেন। নিজেই বিবৃতি দিয়ে এই টাকার অঙ্ক নিশ্চিত করেছে মেটা।

যা করলে ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ টাকাকোম্পানির তরফে জানানো হয়েছে, রিলস ক্রিয়েটররা একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে পরবর্তী চ্যালেঞ্জটি তাদের কাছে খুলে দেওয়া হবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যখন একজন ক্রিয়েটর 5টি রিল চ্যালেঞ্জ সম্পূর্ণ করবেন, তখন তিনি পরবর্তী চ্যালেঞ্জ নিতে পারবেন। পাশাপাশি যখন আপনার 20টি রিলের প্রতিটি 500টি প্লেতে পৌঁছবে তখন আপনার 100 ডলার জমা হবে।

বর্তমানে ইউটিউব ভিডিয়ো থেকে মানিটাইজেশনের ফলে প্রচুর টাকা উপার্জন করছে কনটেন্ট ক্রিয়েটররা। তবে বিশ্বে ছোট ভিডিয়ো তৈরি করে টাকা উপার্জনের সবথেকে বড় প্লাটফর্ম টিকটক। মাঝে এই প্লাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যা হয় টিকটকারদের।

আইফোনকে টেক্কা দিবে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন