বিনোদন ডেস্ক : খামারবাড়িতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউড সুপার স্টার সালমান খান। আচমকাই সাপে কেটেছে অভিনেতাকে। জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই এই ঘটনা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে প্রশ্ন হলো সালমানকে কামড়ানো সাপটির ভাগ্যে কী ঘটেছে?
সাপটিকে ছেড়ে আসা হয়েছে জঙ্গলে। রোববার এমনই জানিয়েছেন ভাইজানের বাবা সেলিম খান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটিই সত্যিই, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে।’ খবর আনন্দবাজার পত্রিকার।
সেলিম খান বলেন, ‘যখন ঘটনাটি ঘটে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে যায়। সালমনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইঞ্জেকশন দেওয়ানোর জন্য। এই ক্ষেত্রে সেটি খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না।’
সালমনের জন্য চিন্তায় ছিলেন তার অনুরাগীরাও। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছিলেন তারা। সেলিম জানিয়েছেন, হাসপাতাল থেকে ফিরে বিশ্রাম করছেন সালমন। আপাতত সুস্থ আছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।