
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় চারটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত নতুন আরও ৩৪ জন যাত্রীকে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত ২ হাজার ৬৯৯ জন যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ান্টাইনে পাঠানো হলো। তবে অন্য দেশ থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, নতুন করে যুক্তরাজ্যফেরত যে ৩৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুবাই থেকে আগত ইকে-৫৮২ফ্লাইটের একজন, দোহা থেকে আগত কিউআর ৬৪০ ফ্লাইটে ৩১ জন, কিউআর ৬৩৮ ফ্লাইটে একজন এবং কিউআর ৬৩৬ ফ্লাইটের একজন যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
করোনাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫০৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে যুক্তরাজ্যে থেকে ফেরত আসা যাত্রীর সংখ্যা ২ হাজার ৬৯৯ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।